Monday, December 22, 2008

[MyTuneBD.Com] Invite to Roundtable Meeting on Urban Transportation System


Roundtable meeting on Expectations for the Quality Urban
Transportation System

Dear Colleague,
Greetings. URP Department of BUET, Poribesh Bachao Andolon POBA and
WBB Trust is going to organize a Roundtable meeting on Expectations
for the Quality Urban Transportation System at VIP lounge of
national press club, Dhaka on Tuesday, 23 December 2008, at 11 a.m.
International transport specialist Dr Mahabubul Bari will be present
as keynote speaker. Please follow the attach file for letter and
paper for this program.

I warmly invite you to attend this important meeting.

With thanks,

Maruf Rahman
Project Officer, WBB Trust
House # 49, Road # 4/A
Dhanmondi, Dhaka
Phone: 9669781, Cell: 01712034915

'নগর পরিবহণ ব্যবস্থা উন্নয়নে সরকারের নিকট প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠক

জনাব,
শুভেচ্ছা জানবেন।
আগামী ২৩ ডিসেম্বর ২০০৮ মঙ্গলবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,
পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত আয়োজনে নগর পরিবহণ ব্যবস্থা উন্নয়নে সরকারের নিকট প্রত্যাশা শীর্ষক
গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক পরিবহণ বিশেষজ্ঞ ড. মাহাবুবুল
বারী।

বর্তমানে ঢাকা শহরে যানজট একটি মারাত্মক সমস্যা। পাশাপাশি যাতায়াত সময় ও খরচ, অবকাঠামোগত ব্যয়, জ্বালানী খরচ, দূষণ ও
দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে এ সকল সমস্যা নিরসনে অতিসত্ত্বর উন্নত নগর পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা
প্রয়োজন। সেক্ষেত্রে যথাযথভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণযন ও বাস্তবায়ন জরুরী। পরিকল্পনা

গ্রহণ ও প্রকল্প হাতে নেয়ার পূর্বে এ থেকে ভবিষ্যত অবস্থা কি হতে পারে তার সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে
শহরে যাতায়াতের জন্য কি রকম গতি, সময়, খরচ, নিরাপত্তা চাই এবং মানুষের আর্থিক-সামাজিক-পরিবেশগত সুবিধার বিষয়টিও
বিবেচনায় নিতে হবে।

__._,_.___
[MyTuneBD.Com]
Recent Activity
Visit Your Group
Yahoo! Search

Start Searching

Find exactly

what you want.

Y! Messenger

Group get-together

Host a free online

conference on IM.

Group Charity

Hands On Network

Volunteering has

never been so easy

.

__,_._,___

No comments:

Post a Comment